নিজস্ব প্রতিবেদক:
কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী (বৃদ্ধ) দাদা ইয়াদ আলী সিকদারের (৪৮) বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছে ওই শিশুর মা।
অভিযুক্ত ইয়াদ আলী আড়াইহাজার উপজেলার দুপ্তারার পাঁচগাঁও দেয়ানপাড়ার মৃত ময়জউদ্দীন সিকদারের ছেলে।
এর আগে শুক্রবার সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, প্রায় সময়ই প্রতিবেশী ইয়াদ আলী সিকদার শিশুটিকে ডাকাডাকি করতো। শুক্রবার সকালে শিশুটি আরবি পড়া শেষে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে ইয়াদ আলী তাকে কলা খাওয়ানোর লোভ দেখায়। কিন্তু শিশুটি তাতে সাড়া না দিলেও ইয়াদ আলী তাকে জোরপূর্বক টেনে নিয়ে একই গ্রামের জিনু খার বাগান বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে শিশুটির পরিবার মামলা করার জন্য প্রস্তুতি নিলে এলাকার কতিপয় মাতাব্বর মীমাংসার আশ্বাসে তাদেরকে থানায় যেতে বাধা দেয় এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে শনিবার সকালে ছাত্রীটির মা থানায় এসে ইয়াদ আলীকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।