আইভীকে দেখতে হাসপাতালে শিল্পমন্ত্রী আমুসংবাদচর্চা ডেস্ক:
নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে হাসপাতালে দেখতে যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।এ সময় তিনি মেয়রের চিকিৎসার খোজ খবর নেন।ধয্য না হারিয়ে তার রাজনীতি চালিয়ে যাওয়ার আহবান জানান মন্ত্রী।
আইভীর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল ছাড়লেও তাকে অন্তঃত ১৫ দিন পূর্ন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক বরেণ চক্রবর্তী।
গত শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তাকে দেখতে যান।। ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডা. বরেণ চক্রবর্তী শনিবার রাতে সাংবাদিকদের বলেন, মেয়র আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মাথার পেছনের আঘাত ছিল। তবে খারাপ কিছু নেই। তার সকল পরীক্ষা নিরিক্ষাই ভাল। আশা করি, তিনি দু’-একদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন।
পনের দিন পর আবার তাকে চেকআপের জন্য আসতে হবে। অধ্যাপক বরেণ চক্রবর্তী আরও জানান, তাকে গতকাল রবিবার সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আইভীর চিকিৎসার জন্য গঠিত বোডের্র অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. আশরাফ আলী (নিউরোলজিস্ট),
এদিকে মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে মেয়রকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন সুস্থ। মেয়র আইভি এখন স্বাভাবিক ভাবেই কথাবার্তা বলছেন। তবে চিকিৎসকরা তাকে পূর্ন বিশ্রামে থাকতে বলেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।