বঙ্গবন্ধু ফিরে না আসলে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হত না, সাবেক তথ্যপ্রতিমন্ত্রীনবকুমার:
বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “ সে দিনের স্বপ্ন ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা ঢাকা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ বলেন,বঙ্গবন্ধু ফিরে না আসলে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হত না। বহিঃবিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দিত না।সংবিধান রচনা হতো না।দেশে গৃহযুদ্ধ লাগত যা বঙ্গবন্ধু সমাধান করেছে। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৮ জানুয়ারী পাকিস্তান কারাগার হতে মুক্তি পেয়ে লন্ডন থেকে ভারত হয়ে ১০ জানুয়ারী স্বাধীন বাংলাদেশে পা রাখেন।বঙ্গবন্ধু বাংলাদেশে আসলে কাদেরীয়া বাহিনী সহ হাজার হাজার মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর পায়ের নিচে অস্ত্র নামিয়ে দেয় ।তখন থেকে সবাই নতুন স্বপ্ন নিয়ে সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মানের পথে এগিয়ে যায়।রাজাকার আলবদর বাহিনীর আশ্রয়দাতাদের বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বিতাড়িত করতে হবে। বঙ্গবন্ধু দুর্নীতি কারীদের শক্তহাতে দমন করেছেন। বর্তমানে যে হাতে গুনা যে কয়েক টা দুর্নীতিবাজ আছে রাতারাতি আঙ্গুলফুলে কলাগাছ হয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। কয়েকশত কোটি টাকা ঋণখেলাপি আছে যে টাকার মালিক সরকার তা উদ্ধার করতে হবে।শোষন মুক্ত সমাজ গড়তে হবে ।বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ আজ পাকিস্থানের চেয়ে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে ।
মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সভাপতি আবু সাইয়িদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাজাহান মৃধা বেনু ও ড.আওয়ালের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.ফরাসউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহম্মেদ, বিশিষ্ঠ কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ,প্রাইম বিশ্ববিদ্যায়ের উপাচার্য মীর শাহাবুদ্দিন ,জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানের আশা ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদচর্চার প্রকাশক মো: মুন্না খান,বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রমজন আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল সহ বেড়া সাথিয়ার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।