প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল সোমবার পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের, বৃদ্ধি রোধ ও স্বল্পআয়ের নাগরিকদের ক্রয়সামর্থ্যের মধ্যে রাখতে এবং করোনা ভাইরাসের মহামারি প্রতিহত করতে দ্বিগুবাবুর বাজার ও কালিরবাজারে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার এসি(ল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যজিসস্ট্রেট হাসান বিন আলী।অন্যদিনের চেয়ে বাজারের দ্রব্যমূল্যের সার্বিক অবস্থার উন্নতি পরিলক্ষিত হয়। তাই অন্যদিনের চেয়ে অর্থদন্ডের পরিমাণ কমে আসে। এ সময় মুল্য তালিকা না রাখা, মুল্যতালিকায় উল্লিখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয়, এবং যথেচ্ছ মূল্যআদায় ইত্যাদি অভিযোগে ১০টি দোকানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বাজার মণিটরিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদ সরোয়ার সুমনসহসভাপতি, এফবিসিসিআই, নারায়ণগঞ্জ ও মোঃ সেলিমুজ্জামান, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণঅধিদপ্তর, নারায়ণগঞ্জ ।
এ সময় রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখতে অতিরিক্ত মুনাফা, মজুতদারি না করা, শারীরিক দূরত্ব বজায় রেখে ভোক্তা ক্রেতাদেরনিকট পণ্য বিক্রির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।