সংবাদচর্চা রিপোর্ট:
করোনাভাইরাস প্রতিরোধে সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করায় এবং সকলে বাসায় অবস্থান করায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে আর্থিক ও খাবারের সংকটে ভুগছে বিধায় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র ব্যক্তিগত অর্থায়ণে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৬শত দুঃস্থ, দিনমজুর, নি¤œ আয়ের ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মে রোববার দুপুরে ইউনিয়নের এলাহিনগর ঈদগাহ থেকে সকলের নিরাপদ দূরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, আটা, ছোলা ও সয়াবিন তেল ছিলো বলে জানা গেছে। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত উপহার সামগ্রীর প্যাকেট বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ আহম্মেদ মঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল হক টিটু, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গির আলম জনি উপস্থিত ছিলেন।