আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শম্ভুপুরায় চেয়ারম্যানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুর রউফ তার ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছেন।
জানা যায়, লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি কয়েক ধাপে ইউনিয়নের ৫০০০ কর্মহীন, দরিদ্র ও ঘরবন্দি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ময়দা ও লবন’সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তিনি ইউনিয়নের ৫৬টি মসজিদ ভিত্তিক মহল্লায় প্রায় ২৫০০ অসহায় মানুষকে শাড়ি, লুঙ্গি, থ্রী পিছ, সেমাই, চিনি, পোলাও চাল ও গুড়া দুধ’সহ বিভিন্ন ঈদ সামগ্রী উপহার দেন।
শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ বলেন, করোনা প্রেক্ষাপটে তিনি সরকারি বরাদ্দে যা পেয়েছেন তা ইউনিয়নের প্রকৃত গরীব ও কর্মহীন মানুষের মাঝে সুষম বন্টন করেছেন। এছাড়া লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০০০ অসহায় পরিবারকে ব্যক্তিগত অর্থায়ণে খাদ্য সহায়তা ও ঈদ উপহার দিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।