আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শতভাগ বিদ্যুতের আওতায় আড়াইহাজার

শতভাগ বিদ্যুতায়িত উপজেলা আড়াইহাজার। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো সরকার, ইউএনও সোহাগ হোসেন, পৌরসভার মেয়র সুন্দর আলী সহ অনেকে।

পল্লী বিদ্যু অফিস সূদ্রে জানা যায়, আড়াইহাজার উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য ২৬০ কোটি টাকা ব্যয়ে উপজেলার ৩৩২টি গ্রামে ১ লাখ ১৬ হাজার ৭৮টি বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়াও শতভাগ বিদ্যুতায়নের জন্য ১ হাজার ২শ’ ৮৭ কিলোমিটার লাইন ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। এখানে উপকেন্দ্রের মোট সংখ্যা ৬টি ও উপকেন্দ্রের মোট ক্ষমতা ১৩০ এমভিএ।

স্পন্সরেড আর্টিকেলঃ