নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সরকারি ১৫০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত লাশ রাখার ঘরে (মর্গ) দূর্ঘটনা কিংবা হত্যায় নিহত ভিকটিমের ময়নাতদন্তের জন্য প্রেরিত লাশ ফেরত আসে ডিকম্পজড হয়ে।
যা নিহতের স্বজনরা কখনও মেনে নিতে পারেন না। তবে প্রশাসনের সামনে প্রতিবাদ করতে পারছেন না সাধারন মানুষ। মৃত মানুষের ময়নাতদন্তের নামে কোন মানুষের মৃত শরীরকে পঁচিয়ে গলিয়ে স্বজনদের হাতে তুলে দেয়া হলে কোন সরকারি কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ কী তা মেনে নেবেন? কিন্তু ভিক্টোরিয়া হাসপাতালে বিগত ১০ বছর ধরে এমন ঘটনা প্রতিদিন অন্তত ১০ বার করে ঘটছে। কাকে কী বলবে সাধারন জনগন? বলতে গেলে দোষীর ভাগ মাথায় নিয়ে শুরু হবে রণক্ষেত্র। তবে কারা করছেন এমন ধরনের সব অপকর্ম? লাশের সাথে কাজ করেন যারা তাদেরকে ডোম বলা হয়। তবে লাশ আসা যাওয়া নির্ভর করে ডাক্তার ও তত্ত¡াবধায়কের উপর।
তারাই কলমের ইশারা মৃত মানুষের লাশকে পঁচিয়ে গলিয়ে স্বজনদের হাতে তুলে দিচ্ছেন। সেই পঁচা গলা লাশ নিয়ে স্বজনরা বুকে পাথর চেপে ধরে সেভাবে নিয়ে যান অন্তিম সংস্কারের জন্য। এদের মুখোশ খুলে ভবিষ্যতে সাধারন মানুষ তাদের স্বজনদের অক্ষত অবস্থায় পাবেন এমনটাই আশা করছেন সাধারন নাগরিকগণ।
নারায়ণগঞ্জের সরকরি ১৫০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপালের মর্গে দীর্ঘ সময় লাশ ফ্রিজিং করে রাখার জন্য মর্গের লাশ কাটা ঘরে এসির ব্যবস্থা করা হয়েছিল বহু বছর আগে। কিন্তু গত দেড় বছর যাবত মর্গের এসিগুলো বিকল বা নষ্ট হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে একাধিক বার জানানো হলেও এ সকল এসিগুলো সচল করার বেপারে কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি বলে অভিযোগ লাশ ঘরে কর্মরত ডোমদের।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জের মর্গের ভিতরে চার পাশে এসি লাগানো রয়েছে কিন্তু একটি এসিও কর্মক্ষম নয়। শুধু মাত্র কয়েকটি ফ্যান ব্যবহার করে ময়নাতদন্তের কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ ও এ কাজে নিয়োজিত কর্মীরা।
সূত্র জানায়, প্রায় দেড় বছর ধরে নরায়ণগঞ্জ জেনারেল হাসপালের মর্গের এসি বিকল হয়ে আছে। কিন্তু সকল এসিগুলো সচল করার জন্য কর্তৃপক্ষের কাছে একাধিক বার জানানো হলেও শুধু মাত্র আশার বাণী ছাড়া আর কিছুই মিলছে না ভুক্তভোগীদের। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া যে সকল ঘটনায় নিহত হয়েছেন। বিভিন্ন হত্যাকান্ডে নিহত ব্যক্তির লাশ, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশসহ বিভিন্ন লাশের ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন পুলিশ। ময়নাতদন্ত করার পর নিহত ব্যক্তির লাশ সনাক্ত করতে অনেক সময় পরিবারের স্বজনদের কিছুটা সময় লাগে। এছাড়া অনেক সময় নিহত ব্যক্তিদের পরিচয় সনাক্ত করা যায় না। এ সকল কারনে নিহত ব্যক্তির লাশ ফ্রিজিং করার জন্য মর্গে এসির ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। কিন্তু গত দেড় বছর ধরে মর্গে এসি বিকল হয়ে পড়েছে।
এক ভ‚ক্তভোগী পরিবার প্রতিবেদককে জানান, আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আত্মহত্যার আধঘন্টা পর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের লাশ ঘরে নিয়ে যায়। আমার মেয়ের ভাল লাশ নিয়া গেলেও তারা ফেরত দেয় পঁচা আর গন্ধে ভরা লাশ।
মর্গের পাশে বসবাসকারী কয়েকজন বলেন, মর্গের ভেতরে পানি আসে না। বাহির থেকে তারা পানি নিয়ে যায়। এছাড়া বছর হয়ে গেছে লাশ ঘরের এসি নষ্ট। কেউ মেরামত করার ব্যবস্থা করে না।
ভিক্টোরিয়া জেনরেল জেনারেল হাসপালের আবাসিক চিকিৎসক আসাদুজামান বলছে, অনেকদিন যাবত মর্গের এসিগুল্ োবিকল হয়ে আছে। এসিগুলো মেরামত করার জন্য গণপূর্ত অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত চিঠি প্রেরন করা হয়েছে। প্রত্যাশা করি অতি দ্রæত সময়ের মধ্যে এসিগুলো মেরামত করে দেওয়া হবে।
গণপূর্ত অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, আমি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রæত সময়ের মধ্যে মেরামতের বিষয়ে আলোচনা করবো।
এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।
প্রসত্ব যে সকল আলোচিত হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে সে সকল ব্যাক্তিদের লাশ এই মর্গেই ময়নাতদন্ত করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় চার যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রূপগঞ্জে র্পূবাচল এলাকায় তিন যুবকের লাশ উদ্বার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার আটি হাউজিং এলাকার বাসিন্দা মাসুদ দেওয়ানের প্রথম স্ত্রী আঞ্জুবি এবং তার দুই শিশু কন্যা মাইদা (৭) ও মাহি (১৫ মাস) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর একদিন পর থেকে আট দিনের ব্যবধানে এলাকার পৃথক দুইটি জলাশয় থেকে পর্যায়ক্রমে তিনজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এর সকল ব্যাক্তিদের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বন্দর থানার আমিরাবাদ ডকইয়ার্ড এলাকার শীতলক্ষ্যা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার নামে অন্ত:স্বতা গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আজাহরুল ইসলাম সুমন (৩৫) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছিল। নিহত সুমনের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শহরের নয়ামাটি এলাকায় এক হোসিয়ারী শ্রমিককে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় নিখোঁজের ৪ দিন পর আনিছা আক্তার (৮) নামের এক স্কুল ছাত্রীর লাশ একটি নির্মানাধীন ভবনের সেফটি ট্যাকিং থেকে উদ্ধার করেছে পুলিশ। স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়
সিদ্ধিরগঞ্জের রোকসানা নামের ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে ।পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। তখনো এসি নষ্ট ছিল এখনো এসি নষ্ট আছে।