আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাশের অপেক্ষায় স্বজনরা, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু

সংবাদচর্চা অনলাইনঃ

পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসবে বিকেলে। দুপুর ২ টা থেকেই লাশের খাটি নিয়ে তল্লার সবুজবাগ বুমলার মাঠে অপেক্ষা করছেন স্বজনরা।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রাশেদ (৩০), সাব্বির (২২), দেওয়ান হোসেন (৪৫), জুবায়ের (৭), জামাল (৪০), জুয়েল (১৮), হুমায়ন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭) ও কুদ্দুস বেপারী (৭০)।

শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় এ ভয়াবহ ঘটনা ঘটে। এতে ৫০ জনেরও বেশি মুসুল্লি দগ্ধ হয়েছেন।  নামাজ চলাকালীন সময় হঠাৎ করেই বিকট শব্দ হতে শুরু করে। আশপাশের লোকজন ছুটাছুটি করে রাস্তায় জমে থাকা পানিতে ঝাপিয়ে পরে।

সর্বশেষ সংবাদ