আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসী দাখিল মাদ্রাসায় বই বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: স্বাস্থ্য বিধি মেনে রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। শনিবার ( ২ জানুয়ারি ) সকালে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো: মুন্না খাঁন। এসময় তিনি বলেন, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তারাব পৌরবাসীর উদ্দেশে মুন্না খাঁন বলেন, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমাদের সম্পদ। এই প্রতিষ্ঠানকে টিকে রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আমরা সবাই আমাদের সন্তানদের রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার চেষ্টা করব। দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আধুনিক বহুমুখী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। বই বিতরণ অনুষ্ঠানে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মুফতি ওবায়দুল হকসহ শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।