আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে যাত্রীবাহী বাসে ফেনসিডিল

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসট্যান্ড এলাকা থেকে ২৮১ বোতল ফেনসিডিল সহ মনির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -১০। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে র‌্যাব ফেনসিডিল উদ্ধার করে। শ্যামলী পরিবহণের গাড়ী নং ঢাকা মেট্টো-ব ১৪-৯৮৩৪।
র‌্যাব সুত্রে জানা গেছে আসামি মনির হোসেন যাত্রী সেজে বাসে ফেনসিডিল সরবরাহ করে আসছে । তার পেশা মাদক ব্যবসা। সে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় ফেনসিডিল সরবরাহ করে। দুটি ব্যাগের মধ্যে রাখা ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ