আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

নবকুমার:

রূপগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে রূপগঞ্জ মুক্ত দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর)  সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

 পরে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ক্র্যাক প্লাটুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ক্র্যাক প্লাটুন ১৯৭১ সালের মানুষের মুক্তিকামী একটি সংগঠন। এই সংগঠনের সদস্য হিসেবে প্রশিক্ষন নেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি ঢাকার কয়েকটি দুর্ধর্ষ  অপারেশনে অংশ নিয়েছিলেন। তাতে তিনি সফল হয়েছিলেন। তার সেই অসীম সাহসিকতার জন্য পেয়েছেন বীরপ্রতীক খেতাব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান, কৃষি অফিসার তাজুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার হাফিজা বেগম সহ মুক্তিযোদ্ধারা।