সংবাদচর্চা অনলাইন:
কিট সংকটের কারনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছাড়া অন্য কোথাও আর নমুনা নেয়া সম্ভব হয়নি। পরীক্ষার পরিমাণ কম হওয়ায় গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০ জন। সব মিলিয়ে এ জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৪৫৩০। প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত একশ’ জনের মৃত্যু হয়েছে।
সকালে জেলা সিভিল সার্জন অফিস নিয়মিত আপডেটে জানায়, রূপগঞ্জ গোলাম দস্তগীর গাজী ল্যাব ও ইউএসবি ল্যাবে ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিট সংকটের কারনে শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যা তথা করোনা হাসপাতালে কোন নমুনা সংগ্রহ হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সদর, বন্দর, আড়াইহাজার, সোনারগাঁয়ে একই কারনে নমুনা সংগ্রহ হয়নি। কয়েক দিন ধরে দেশের হট স্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে কিট সংকট দেখা দিলেও তা সমাধানে কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা।
জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় দু’টি ল্যাবে মাত্র ১০৯ জনের নমুনা নেয়া হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়ার সংখ্যা ১৯৮৬ ।