রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শশুর বাড়ির লোকজন হোসনের আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হোসনে আরা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার সকালে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হোসনে আরা বেগম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দেউকান্দা এলাকার আঃ মতিনের মেয়ে।
গৃহবধূ হোসেনে আরা বেগম জানান, ৯ বছর আগে আড়াইহাজার উপজেলার লষ্করদী এলাকার মৃত মদন আলীর ছেলে শফিকুলের সঙ্গে হোসনে আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রী দুজনেই উপজেলার দড়িকান্দি এলাকার হান্নানের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো। বিয়ের পর তাদের সংসারে ফাহিম (৫) নামে এক ছেলে ও ফাহিমা (৩) নামে এক মেয়ে সন্তানের জন্ম হয়। বেশকিছুদিন ধরে স্বামী শফিকুল ইসলাম, শাশুরি সুফিয়া বেগম দীর্ঘ দিন ধরে গৃহবধূ হোসনে আরা বেগমকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিলো। রোববার সকালে স্বামী শফিকুল ইসলাম, শাশুরি সুফিয়া বেগম ও প্রতিবেশী হান্নান, মমিন, কাউসার গৃহবধূ হোসনে আরা বেগমকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। হোসনে আরা বেগম তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন হোসনে আরা বেগমের উপর নির্যাতন চালিয়ে আহত করেন। পরে স্থানীয়রা হোসনে আরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। অভিুযুক্তদের আটকের চেষ্টা চলছে।