আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবদলের ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা য্বুদলের উদ্যোগে হতদরিদ্র, বিভিন্ন সময় নির্যাতিত হয়ে দলের আহত ও নিহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের পাঁচ উপজেলায় এমন ৩০ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ কর্মসূচী গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায়  রোববার দুপুরে  রূপগঞ্জ সদর এলাকার ৫ শতাধিক দরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের তত্ত্বাবধানে এসব ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামত, সহসভাপতি মফিকুল ইসলাম, আফজাল কবির, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক শামীম মিয়া, সহ সম্পাদক সেলিম হোসেন দিপু, সহ সাংগঠনিক সম্পাদক শামীম ভুঁইয়া, প্রচার সম্পাদক রাজিব ভুঁইয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দেশের এ দুসময়ে গণমানুষের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে অসহায়দের সহায়তা করতে জেলা যুবদল এ কর্মসূচি পালন করে আসছে।