সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংকের অর্থায়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এবং ভূলতা এলাকার কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক লিমিটেড ভূলতা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, গোলাকান্দাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেন , যমুনা ব্যাংক লিমিটেড ভূলতা শাখা কর্মকর্তা মোঃ অলিউর রহমান,মোঃ মনিরুল ইসলাম,মিজানুর রহমান ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, নাসির উদ্দিনসহ যমুনা ব্যাংক লিমিটেড ভূলতা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য যমুনা ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে এই কার্যক্রমের সার্বিক তদারক করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান।