আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভূমিদস্যুতার সঙ্গে বেড়েছে মাদক : তৈমূর

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলছেন, রূপগঞ্জে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যাপক হারে বেড়েছে ভূমিদস্যুতা। বাড়ছে হামলা, মামলা, হানাহানি, খুন, নির্যাতন, ধর্ষণ, জমি দখল থেকে শুরু করে চুরি, ডাকাতি ও ছিনতাই। আর এসব অপকর্মের সহযোগিতা করছে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার ফলে প্রতিনিয়ত বাড়ছে অপরাধ প্রবণতা।
৭ অক্টোবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি রজব আলী ফকিরের সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, ওলামাদল, কৃষকদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তৈমূর আলম খন্দকার আরো বলেন, রূপগঞ্জে ভূমিদস্যুতা বাড়ার সাথে সাথে বেড়েছে মাদকের ব্যবহার। প্রায় প্রতিটি গ্রামেই বিক্রি হচ্ছে ইয়াবা, হেরোইন সহ নানা মাদকজাত দ্রব্য। এসব থেকে পরিত্রাণ পেতে হলে আগে ভূমিদস্যুতা বন্ধ করতে হবে। ভূমিদস্যুদের দাপটের কারণে আজ প্রতিটি এলাকায় এখন ভাইয়ে ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। আর এসব অপকর্মের সহযোগিতা করছে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।