আজ শনিবার, ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার সামাজিক সংগঠন সুন্দর জীবন ক্লাবের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি রবিবার প্রতিবছরের ন্যায় এবছরও বিনামূল্যে নারী, পুরুষ, শিশু ও ছাত্রছাত্রীসহ ৫শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে । উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের চিকিৎসক বায়েজীদ আহম্মেদ, ক্লাবের সভাপতি নাফিজ, সম্পাদক রাফি, বাপ্পী, সুমন, ফাহিম, আহাদ, রাব্বী, ইমন, ফুজায়েল প্রমুখ। এছাড়াও বাল্য বিয়ে, মাদক, ইভটিজিং, সন্ত্রাসসহ সামাজিক ব্যাধি নির্মূলে ২০১০ সাল থেকে সুন্দর জীবন ক্লাব সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।

উল্লেখ্য গত বছর সুন্দর জীবন ক্লাবের ৫৩ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ