রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন দেশের জাতীয় পতাকা তুলে দিলেন নতুন প্রজন্মের হাতে। গত শনিবার ১৬ই ডিসেম্বর উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকায় মুক্তিযোদ্ধাদের সম্মননা প্রদানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্টিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মোঃ তাবিবুল কাদের তমাল, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনায় জনাব সাইফুল ইসলাম ভুইয়া, (সদস্য ভুলতা ইউনিয়ন পরিষদ)। অনুষ্ঠানটি ভুলতা ইউনিয়েনের পক্ষে আয়োজন করেন জনাব মোঃ আবু তালেব প্রধান। বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বলেন আমরা এক সময় থাকবো না কিন্ত এই নতুন প্রজন্মের কাছে বিজয় দিবসে জাতীয় পতাকা তুলে দিলাম এরাই আমরাদের পরে জাতীয় পতাকা রক্ষা করবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। পরে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনকে সংগে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন।