আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রূপগঞ্জে বিএনপির পতাকা মিছিল

রূপগঞ্জে বিএনপির পতাকা মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রূপগঞ্জে বিএনপির পতাকা মিছিল রূপগঞ্জে বিএনপির পতাকা মিছিল

সংবাদচর্চা ডেস্ক:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে  ওলামাদল কালো পতাকা মিছিল করেছে। ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় আয়োজিত মিছিল শেষে একটি আলোচনা সভা করা হয়।

ওলামাদলের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা ওলামাদল নেতা এনামুল হক খান, আব্দুল হাই তালুকদার, মাওলানা মজিবুল্লাহ, সোহেল মিয়া, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খান, মোজাম্মেল হক মোজা, আমির হোসেন খান, তোফাজ্জল হোসেন, আলম হোসেন, বিল্লাল হোসেন, আলাউদ্দিন, মাহামুদুল হাসান, মজিবর ভুঁইয়া, কবির হোসেন, তারা মিয়া, ছাইদুর রহমান, বকুল মিয়া, শাহাজাদা, শাহীন মিয়া, রুনা লায়লা, অজুফা আক্তার, রাশিদা বেগম প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হতে পারে এমন ভাবনায় আওয়ামীলীগ স্তম্ভিত হয়েই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলহাজতে রেখেছে। এসব করেও আওয়ামী লীগ পার পাবে না। তারা আগামীতেও একতরফা নির্বাচনের স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন আর কখনো পূরণ হতে দেয়া হবে না। অবৈধ সরকারকে বিশ্ববাসী মেনে নিতে পারছেনা।

ব্যবসা মন্দার কারণে দেশের মানুষ ফকির হয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগ সরকার বলছে দেশ উন্নয়নে ভাসছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহবান জানান।

সর্বশেষ সংবাদ