আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পিআইও মনিরুলের বিরুদ্ধে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি টি.আর.কাবিখা বরাদ্দের ১১% টাকা কেটে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে । মনিরুল ইসলামের দুর্নীতি ঠেকাতে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রসংসদ ও স্থানীয় জনগণ তার বিরুদ্ধে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে রূপগঞ্জ উপজেলা প্রশাসনে আমরা রূপগঞ্জ বাসী দেখতে চাই না। । সরকারের কাছে আমাদের দাবি দুর্নীতিবাজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামানকে অবিলম্বে রূপগঞ্জ থেকে প্রত্যাহার করা হোক ।