আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জ জেলা শাখার উপপরিচালক শাকিল আহমেদ, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল ভুঁইয়া। এসময় রূপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,মেম্বার,সচিববৃন্দ উপস্থিত ছিলেন।