আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মোট ৩ কোটি ৫ লাখ ৪২ হাজার ৬‘শ টাকার বাজেট ঘোষনা করেন। এতে চলতি অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭২ হাজার ৭‘শ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৩লাখ ৬৯ হাজার ৯‘শ টাকা। পরিষদ কার্যালয়ে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত হোন উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূইয়া। চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদ সচিব শামীম মিয়া, কামাল হোসেন কমল, আব্দুল মজিদ, আশিকুল ইসলাম খোকন, শফিকুর রহমান খান, বাবু বানেশ^র, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, হাসিবুর রহমান, গরিব ইব্রাহিম, শফিকুল ইসলাম, মাসুদা বেগম প্রমূখ।