আজ শনিবার, ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জীবাণুনাশক টানেল উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স ‍নিরাপদ এবং রোগজীবাণু মুক্ত রাখতে পরিষদের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে  জীবাণুনাশক টানেল ( Disinfection Tunnel) । নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এই টানেল স্থাপন করা হয়েছে। বুধবার জীবাণুনাশক টানেলটি উদ্বোধন করা হয়। এরআগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক  এবং গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসক এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে করোনা পরিস্থিতির বিষয়ে কথা বলেছেন। এসময় উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইদ আল মামুন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মুন্না খাঁন প্রমূখ।  টানেল দিয়ে কেউ প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক স্প্রে হচ্ছে তাঁর গায়ে। টানেলের ভেতরে সেন্সর বসানো আছে যার কারণে কোনো ব্যক্তি প্রবেশ করার সঙ্গে স্প্রে হয়ে যাচ্ছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জীবাণুনাশক টানেল শুধু রূপগঞ্জে নয় নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হবে বলে জানা গেছে । এদিকে জীবাণুনাশক টানেল স্থাপনে স্বাস্থ্য ঝুঁকি কমেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের। তারা স্বস্তি পেয়েছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ধন্যবাদ জানিয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ