সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হান্নান শাহ, সহ সভাপতি সফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলম বাদশা, জয়নাল আবেদীন হাজারী, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন খান, সাধারন সম্পাদক মনির হোসেন, আবুল কাশেম, শাহজালাল, পৌর যুব সংহতির নেতা মকবুল হোসেন, দানিছ মিয়া প্রমুখ।