নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের কর্মী সভা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভুলতাস্থ গাউছিয়া মার্কেট এলাকায় আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক ইসমাঈল মামুন, জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসান, উপজেলা ছাত্রদল নেতা সফিক সরকার, শাহজাহান, জিকু, ফয়সাল, সেলিম, রবিন, ইউসুফ, ফয়সাল মিয়া, জুবায়ের, ফেরদৌস, হৃদয়, ইমন, আশরাফুল ইসলাম, পনির, সোলায়মান, কাঞ্চন পৌর ছাত্রদল নেতা ওসমান, তন্ময় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার জেলহাজতে আটকে রেখে বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা বন্ধ করুন। অন্যথায় সরকার এর চরম মূল্য দিতে হবে। দেশের গণতন্ত্র ফেরাতে ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান। এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এ সরকার ডিজিটাল পদ্ধতিতে ভোট চুরি করে রেকর্ড গড়েছেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় ও অবিলম্বে মুক্তির দাবি জানান। সভাস্থলে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সালাহউদ্দিন দেওয়ান ও জেলা ছাত্রদল নেতা ইসমাঈল মামুনকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।