সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের ভূলতা ও গোলাকান্দাইল সিএনজি, ইজিবাইক, অটোরিকশা চালক ও মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার ভূলতা আজিজ সুপার মার্কেটের ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সভা হয় । অনুষ্ঠানে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এ সময় মাহমুদুল হাসান বলেন, হাইওয়ে সড়ক ও মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ। কেউ মহাসড়ক ও হাইওয়ে সড়কে থ্রি হুইলার চালাবেন না। এছাড়াও কোনো চালক ছিনতাইকারীর কবলে পরার আগে চালক নিজে সর্তক হতে হবে। কোন চালক যদি যাত্রী নিয়ে সন্ধ্যার পর দূরে কোথাও যেতে হয়। তাহলে যাত্রীর পরিচয় এবং মোবাইল নাম্বার নিয়ে আপনার স্ট্যান্ডের লাইনম্যানের কাছে জমা দিয়ে যাবেন। যাত্রী যদি তার পরিচয় এবং মোবাইল নাম্বার না দিতে চায় তাহলে সে যাত্রী নিয়ে যাওয়ার কোন দরকার নেই। টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার (ওসি অপরেশন) রফিকুল হক সহ বিভিন্ন সিএনজি,ইজিবাইক, অটো রিক্সা, মালিক ও চালকরা।