আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে উত্তেজিত জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক গরু চোর নিহত হয়েছে। রোববার (২২মার্চ) ভোর ৪ টার দিকে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা গরু বোঝাই করা কাভার্ডভ্যানটি আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে ফেলেছে। এসময় ৩টি গরু ও পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের বীরকুল গ্রাম থেকে গরু চুরি করে কাভার্ডভ্যান করে রূপগঞ্জের দিকে নিয়ে আসে চোরের দল। চোরদের ধাওয়া করে এসআই বাছেদ। কাভার্ডভ্যানটি রূপগঞ্জ উপজেলার লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় আসলে পুলিশের চিৎকারে এলাকাবাসী কাভার্ডভ্যানটি আটক করে। একজনকে আটক করলেও বাকি দুইজন দৌঁড়ে পালিয়ে যায়। অজ্ঞাত পরিচয় এক গরু চোর গণপিটুনিতে নিহত হয়েছে। চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এসময়  ৩টি গরু ও পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ