আজ মঙ্গলবার, ৫ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলে অনুদান বিতরণ

রূপগঞ্জের তারাবতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। মেয়র হাছিনা গাজীর উদ্যোগে তারাব পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৬৬ জনকে ৬ লাখ ৬১ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে । 

মঙ্গলবার ( ২৮ জুলাই) দুপুরে তারাব পৌরসভা কার্যালয়ের সমানে এক অনুষ্ঠানে ভুক্তভোগী ৬৬ জনের হাতে ৬ লাখ ৬১ হাজার টাকার চেক তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পুত্র গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আ: আউয়াল মোল্লা, মহাসচিব লায়ন সালেহ আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, তারাব পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, আনোয়ার হোসেন, মনির হোসেন,আতিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সুমেল, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলালীগের সাধারন সম্পাদক তাছলিমা আক্তার অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজী গোলাম মর্তুজা পাপ্পা শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের ছোট্ট শিশুরা ইউটিউব ফেসবুকে পড়ে যাওয়ার আগে শিশুদেরকে আপনারা তাদের ইতিহাস এবং পরিচয়টা শিখাবেন। শিশুদেরকে দেশপ্রেমিক করে গড়ে তুলবেন। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান জানাবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্য উপজেলার চেয়ে রূপগঞ্জ উপজেলায় শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। প্রত্যেকটা স্কুলে নতুন ভবন নির্মান হয়েছে। উন্নয়নে পিছিয়ে নেই তারাব পৌরসভা।বর্তমান সরকারের আমলে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ