আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার সাইফ উদ্দিন নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

মঙ্গলবার ২১ এপ্রিল রাজধানীর কুমিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার লাশ ঢাকায় দাফন করা হয়েছে।

জানা গেছে, মৃত সাইফ উদ্দিন রূপসী বাজারে চাউলের ব্যবসা করতেন। তার দুই ছেলে আইসোলেশনে রয়েছেন। তিনি নারায়ণগঞ্জে ছেলের বাসায় থাকতেন।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রূপগঞ্জে নতুন আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন তারাব পৌরসভার ৯ নং ওয়াডের দীঘিবরাব এলাকার আব্দুল কাদের । দাউদপুর ইউনিয়নের হাটাব এলাকার আসমাউল হুসনা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন এই প্রতিবেদককে জানান, আসমাউল হুসনার চিকিৎসা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে। সরকারীভাবে তার চিকিৎসা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। যথা সময়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, রূপগঞ্জে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রূপগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা ঘরে থাকুন । সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে বাঁচেন ,অপরকে বাঁচান।

প্রসঙ্গত রূপগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ জন ও মৃত্যুবরণ করেছে ২ জন।

 

এনকে/এসএম

স্পন্সরেড আর্টিকেলঃ