সংবাদচর্চা রিপোর্ট:
করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ। থেমে গেছে অর্থনীতির চাকা। লকডাউন করা হয়েছে রূপগঞ্জ উপজেলাকে। করোনায় আতঙ্কিত যখন রূপগঞ্জবাসী ঠিক সেই সময় রূপগঞ্জবাসীর জন্য সু খবর এসেছে। রূপগঞ্জের একটি দাখিল মাদ্রাসা এমপিওভুক্তির আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিরলস প্রচেষ্টার মাধ্যমে রূপগঞ্জ উপজেলার আল আরাফা ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১১২৫৩৩) এমপিওভুক্তি হয়েছে।