- নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন যাবত রাজনীতি থেকে পিছিয়ে পড়া বি এন পি দলটি আবারো ঘুরিয়ে দাড়িয়েছে । একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হচ্ছে দলটি । ৫ ই জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের ট্রেন মিছ করতে রাজি নয় বিএন পি । এরই মধ্যে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলেছেন , যে কোন মূল্যে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে তারা সোহরাওয়ারদী উদ্যানে সমাবেশ করেছেন ।তাই বছর শেষ না হতেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তাই বিএনপির পর এবার রাজধানীর সোহরাওয়ারদি উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ”মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড” স্বীকৃতি লাভ করায় আগামী ১৮ নভেম্বর রাজধানীর নাগরিক সমাবেশ করতে যাচ্ছে আওয়ামীলীগ । আর তাই এই সমাবেশে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে রূপগঞ্জের মাটি এখনও বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটি তা প্রমাণে মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য- গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক। রাজধানীর পাশ্ববর্তি থানা হিসেবে রূপগঞ্জের গুরুত্ব অনেক । এরই মধ্যে কেন্দ্র থেকে ব্যাপক লোকসমাগমের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন থানা আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। যার ফলে ইতিমধ্যে গাজী গোলাম দস্তগীর বিভিন্ন সংগঠনের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন । তিনি বলেছেন যে কোন মূল্যে ১৮ তারিখের সমাবেশ সফল করতে হবে, প্রমাণ করতে হবে রূপগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জি; শেখ সাইফুল সংবাদচর্চাকে বলেন, ১৮ তারিখের সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বেশ কয়েকটি প্রস্তুতি সভা করেছেন ,যেখানে উপস্থিত ছিলেন গাজী গোলাম দস্তগীর এমপি মহোদয় । তিনি আমাদের সমাবেশ সফল করার জন্য সর্বাত্বক সহায়তার আশ্বাস দেন ।
বিশিষ্ট আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদের তমাল বলেন– রূপগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি। .১৮ তারিখের সমাবেশেই রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ প্রমাণ করবে গাজী গোলাম দস্তগীর এমপির নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কতটা সুসংগঠিত।
যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন , রূপগঞ্জের রাজপথে যুবলীগ অতীতেও ছিল, বর্তমানেও আছে। ১৮ তারিখের সমাবেশে লোকসমাগমের জন্য , আমরা ইউনিয়ন ব্যাপি ব্যাপক প্রস্তুতি নিয়েছি।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের বলেন- প্রতিবারের ন্যায় এবারও ঢাকার সমাবেশে ব্যাপক প্রস্তুতি রয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের। এ ব্যাপারে প্রত্যেক ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেওয়া আছে ।
এ সময় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা বলেন, এমপি মহোদয় আমাদের সাথে বৈঠক করেছেন ১৮ তারিখের সমাবেশের ব্যাপারে। তাই আমরা প্রস্তুত রয়েছি সমাবেশে যাওয়ার জন্য। আশাকরি সবাইকে নিয়ে নির্দিষ্টসময়ের মধ্যে সমাবেশে যোগ দিতে পারবো ।
এ ব্যাপারে মুড়াপাড়া কলেজ ছাত্রসংসদে যোগাযোগ করলে ছাত্রসংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল জানান, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড “ স্বীকৃতি লাভ করায় মুড়াপড়া ছাত্রসংসদ স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীরের সাথে আনন্দর্যালি বের করেন । তারপরেও ১৮ তারিখের সমাবেশের ব্যাপারে এমপি মহোদয়ের বিশেষ নির্দেশনা রয়েছে। তাই আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজের সকল ছাত্রছাত্রীদের নিয়ে এমপি মহোদয়ের সাথে ঢাকার সমাবেশে যোগ দিবো।
রূপগন্জ উপজেলা ছাত্রলীগের একাধিক নেতার সাথে যোগাযোগ করলে ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন জানান, রূপগঞ্জের ছাত্রলীগ আগের থেকে অনেক সুসংগঠিত। তাই যেকোনো সমাবেশে ছাত্রলীগের উপস্থিতি চোখে পড়ার মতো থাকে ।
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার বলেন- ইতিমধ্যে ইউনিয়ন ব্যাপি প্রস্তুতি সভা শেষ করেছি । আশাকরি হাজারো ছাত্রলীগ কর্মীর সমাগম ঘটাতে পারবো ১৮ তারিখের সমাবেশে।
কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদ সোহেল জানান- মুড়াপাড়া ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের ব্যাপক প্রস্তুতি রয়েছে।আমরা এমপি সাহেবের নেতৃত্বে ১৮ তারিখের সমাবেশে যোগ দিবো।
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ জানান-১৮ তারিখের সমাবেশকে সাফল্য মন্ডিত করার জন্য উপজেলা ছাত্রলীগ প্রস্তুত রয়েছে । বি এন পি জামায়েতের সকল অপশক্তিকে রুখতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদা জাগ্রত। তাই ১৮ তারিখের সমাবেশে গাজী গোলাম দস্তগীর এমপির নেতৃত্বে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।
বলাবাহুল্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ আগে থেকেই জমে উঠেছে রূপগঞ্জের স্থানীয় রাজনীতি। সকল জল্পনা কল্পনা ও রাজনৈতিক মেরুকরণ শেষে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে এমপি গাজী গোলাম দস্তগীর । তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি হিসেবে প্রমাণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন গাজী গোলাম দস্তগীর এমপি ।