আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের তারাবতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

 

সড়ক দুর্ঘটনায়

সংবাদচর্চা ডটকম: নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।

শনিবার বিকেলে পৌরসভার বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন নরসিংদী জেলার রায়পুরার মনির হোসেন। আহতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের আবুল হোসেন(৪০) এবং মো: রাসেল। তার বাড়ি কিশোরগঞ্জ। তাদের দুইজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।