বন্দর প্রতিনিধি:
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এমএ রশীদ বলেছেন, রাজনীতি এমন একটি জিনিস রাজপথে না থাকলে রাজনীতি হয় না। শামীম ওসমান আপনাদের মাঝে আসছেন। আপনাদের উচিত শামীম ওসমানের আগমনকে স্বার্থক করে তোলা। এ জন্য বন্দরে ব্যাপক প্রচার প্রচারনা চালাতে হবে। তার আসার কারন হলো সামনে নির্বাচন আসছে। তিনি বন্দরে এসে সাংগঠনিক শক্তি বৃদ্ধিসহ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন।
স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার বিকেলে বন্দর ২৩ নং ওয়ার্ডের খানবাড়ী মোড়স্থ চাঁন মিয়া মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামীলীগে আছি আমরা সবাই সুসংগঠিত। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য নেতা কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। এখন থেকে আপনাদের আরো সুসংগঠিত হতে হবে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল।
২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের পরিচালনায় প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহা নিজাম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর মৃধা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, কদম রসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির,২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সহিদুল হাসান মৃধা।
প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, মহানগর সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক রানা প্রধান, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমির হোসেন বুলু, আওয়ামীলীগ নেতা মনু, ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম, ফারুক প্রধান, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ সুজন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাছুম, শেখ মমিন, হোসেন, ২১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের নেতা খোরশেদ আলম, মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।