আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজানে ল্যাবটি নারায়ণগঞ্জবাসীর শ্রেষ্ঠ উপহার: এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে  গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব স্থাপন হয়েছে। নারায়ণগঞ্জের মানুষকে সাহস দেয়ার জন্য মাননীয় বস্ত্র ওপাটমন্ত্রী ল্যাবটি স্থাপন করেছেন। আমি মাননীয় মন্ত্রী স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি এই ল্যাবটি এবার রমজানে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর জন্য করোনার মধ্যে শেষ্ঠ উপহার। কারণ এখানের মানুষ একটি ভিতিকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে। এখানে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমরা যতগুলো টেস্ট করি দেখি পজেটিভ আসে। সেক্ষেত্রে আমাদের এখানে ৩/৪ দিন দেরি করতে হয়। ৮ মার্চ প্রথম শনাক্তের পরে আমরা এক মাস শনাক্তের কাজটি করতে পারেনি। এই ল্যাবটির মাধ্যমে আমরা ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষা করতে পারি আমার মনে হয় নারায়ণগঞ্জবাসী একটি স্বস্থির নিঃশ্বাস ফেলবে এবং শিল্পনগরী নারায়ণগঞ্জে যে করোনার ঝুঁকি আছে তা অনেকটাই কমে আসবে। আমরা সবার কাছে দোয়া চাই আমরা যেনো নারায়ণগঞ্জকে করোনামুক্ত করতে পারি।

বুধবার ( ২৯ এপ্রিল ) দুপুরে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার এসব কথা বলেন।