আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনুদান পেয়েছে মানব কল্যাণ পরিষদ

যুব উন্নয়ন অধিদপ্তর

যুব উন্নয়ন অধিদপ্তর

 

নিজস্ব প্রতিবেদক:
অনুন্যায়ন খাতে মানব কল্যাণ পরিষদ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পহেলা জুলাই বিশেষ অনুদানের চেক পেয়েছেন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ ভূইয়া ও সহকারী পরিচালক মোঃ সেলিমুর রহমান মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার হাতে অনুন্যায়ন খাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন। ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম দিনেই মানব কল্যাণ পরিষদ বাংলাদেশ হিসাব মহানিয়ন্ত্রকের পূর্ব-নিরীক্ষিত চেকটি গ্রহণ করেই সংগঠনের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ও যুব’র ডিডি এ কে এম শাহরিয়ার রেজার প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসনের আন্তরিক সহযোগীতার ফলে নারায়ণগঞ্জ জেলা থেকে শুধুমাত্র মানব কল্যাণ পরিষদ যে অনুদানের চেকটি গ্রহণ করেছে তা শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান। চেক গ্রহণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সচিব জি.এম মোস্তফা, শিক্ষা বিষয়ক সচিব মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও দপ্তর সচিব মোঃ জান্নাতুল ফেরদৌস, জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার ও সক্রিয় সদস্য শাহাদাত হোসেন তৌহিদ প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ