খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সন্ত্রাস হতে মুক্ত রাখা সম্ভব,এমপি গাজী
রূপগঞ্জ প্রতিনিধি: খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে যুব সমাজকে জঙ্গী সন্ত্রাস হতে মুক্ত রাখা সম্ভব বলে জানিয়েছেন নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
তিনি আজ রূপগঞ্জে সিটি মাকেট এলাকায় কর্ডোভা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলায় বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০০৮ সালের পর থেকে ক্রিকেটে বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার মান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটা উপজেলায় একটা করে স্টেডিয়াম নির্মাণ করে দিবে।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দেশবাসিকে আবার নৌকায় ভোট দিতে হবে।
রূপগঞ্জ প্রেক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেন মোল্লা, সহ সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে .এম.রেজাউল করিম, ওসি ইসমাইল হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীগের প্রচার সম্পাদক মানজারি আলম টুটুল, আবুল হোসেন খান, মো: আজমত ভূইয়া, তাবিবুল কাদির তমাল, জুয়েল মাস্টার, বাদশা মেম্বার, এমায়েত হোসেন,আলহাজ্ব মানিক আলী, আব্দুল্লাহ আল মামুন, নাদীম ভূইয়া, দৈনিক সংবাদচর্চার প্রকাশক মো:মুন্না খান, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, তুহিন, সাইফুল, রুবেল, রিপন, সানি প্রমুখ ।
সাংবাদিক শহিদুল্লাহ গাজীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহাবউদ্দিন ভূইয়া ও কর্ডোভা হাই স্কুলের চেয়ারম্যান মো: রুহুল আমিন।