আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেলা ফুড ভিলেজ ও প্যারিস বাগেটকে দেড় লাখ টাকা জরিমানা

লাখ টাকা জরিমানা

লাখ টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক:
নিম্মমানের খাবারের জন্য শহরের জামতলার মেলা ফুড ভিলেজ ও প্যারিস এন্ড বাগেট ফেমিলি মার্ট রোস্তোরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
হোটেল রেস্তোরা ও ভোক্তা অধিকার অনুসারে বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উল সাবেরিন এবং মো. উজ্জল হোসেন নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় এসময় বিআরটিএ ইন্সপেক্টর মো. ফারদিন, পেশকার শাহদাৎ সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, জামতলার হাজী ব্রাদার্স রোড সংলগ্ন মেলা ফুড ভিলেজ রেস্তোরাকে ভাক্তা অধিকার আইনের ৪৩ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা এবং হোটেল রেস্তোরা আইন ২০১৪ অনুসায়ী ৭৫ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন প্যারিস এন্ড বাগেট ফেমিলি মার্ট রোস্তোরাকে ভোক্তা অধীকার আইনে ৩৭ ও ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।