আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির মানববন্ধন

গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আদালতপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আদালতের বাইরে মহানগর বিএনপির মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে নিত্যপন্যসহ সবকিছুরই মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একমাত্র মানুষেরই কোন মূল্য নেই। মূল্যহীন হয়ে পড়েছে সাধারণ জনগণের জীবন। দেশে জীবনের নিরাপত্তা নেই, সুশাসন নেই, আইনের শাসন নেই, মানুষের কোন গণতান্ত্রিক অধিকার নেই। দিন দিন অসহনীয় ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক ইসমাঈল মাস্টার, গণশিক্ষা বিষয়ক সম্পাক বরকত উল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, সহ যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা, সহ প্রচার সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ