আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মুরগী ব্যবসায়ী মনির হোসেন কাজী নিখোঁজ

মুরগী ব্যবসায়ী নিখোঁজ

মুরগী ব্যবসায়ী নিখোঁজ

 

ফতুল্লা প্রতিনিধি:
ফতুল্লার চৌধুরীবাড়ি এলাকায় মুরগী ব্যবসায়ী মো. মনির হোসেন কাজী (৩০) গত দুদিন যাবৎ নিখোঁজ হয়েছে । এ ব্যাপারে তার স্ত্রী মুন্নি বেগম (২০) বাদী হয়ে ১৯ জুলাই ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে। ডিজি নং -৯৫৬ ।
জিডির সূত্রে জানা যায়, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন অমরিকাপুর গ্রামের মরহুম আব্দুল ওয়াহিদ কাজীর ছেলে মো. মনির হোসেন কাজী। সে দীর্ঘদিন যাবৎ ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকায় মো. শুভন চৌধুরীর ভাড়া দোকানে দেশী বিদেশী মুরগীর ব্যাবসা করে আসছে। সে মুরগীর ব্যবসার খাতিরে দুই দিন পর পরেই ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মুরগীর আড়ৎ থেকে মুরগী আনে। প্রতিদিনের ন্যায় গত ১৮জুলাই সে রাত সাড়ে ১১টায় মোবাইলে ফ্লাক্সি লোড করার কথা বলে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। ফতুল্লাসহ গ্রামের বাড়ির আত্মীয় স্বজনের বাসায় খোজা খুঁজি করে তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৩০৮৫৪১৪৪ নম্বর) বন্ধ পাওয়া যায়।
এরপর তাকে না পেয়ে তার স্ত্রী ফতুল্লা থানায় একটি জিডি দায়ের করেছে।
এলাকাবাসী জানান, মনির কিশোর বয়স থেকেই ফতুল্লা এলাকায় বসবাস করে কারও সাথে সে কোন প্রকার অশোভনীয় ব্যবহার করেনি। সে নিখোঁজ হওয়ায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই বছরের সন্তান মুসফিককে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে মনিরের স্ত্রী।
এব্যপারে ফতুল্লা মডেল থানা পুলিশ বলছে, তদন্ত চলছে অব্যশই একটা পথ বের হবে বলে পরিবার কে স্বান্তনা দিয়ে যাচ্ছেন।