আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুগরাকুলে উঠান বৈঠক

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তারাব পৌরসভার মুগরাকুল এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমান।
বৈঠকে বক্তারা, তারাব পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি, তারাব পৌরসভা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মোজাম্মেল হক, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আমিন খান, তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শফিকুল হক মনির, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন তপু, মহিলালীগ নেত্রী আসমা বেগমসহ অনেকে।