আজ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী না ফেরার দেশে

মুক্তিযোদ্ধা ভাস্কর

মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী না ফেরার দেশেমুক্তিযোদ্ধা ভাস্কর

সংবাদচর্চা ডেস্ক:

মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক সাহফুর রহমান লেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।

একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের অনন্য ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। ফেলে দেওয়া, ফুরিয়ে যাওয়া কাঠের টুকরা, শেকড়, গাছের গুড়িকে তুলে এনে শিল্পকর্মে ফুটিয়ে তোলেন তার আবিষ্কার। একাত্তরের নির্মম ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী তিনি।

১৯৭১ সালে তিনি পাক হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হন। ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা শহরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রিয়ভাষিণীর ব্যক্তি ও শিল্পী জীবনে নানা বাড়ির প্রভাব অপরিসীম। এই নানা বাড়িতেই কেটেছে তার শৈশব-কৈশোরের দিনগুলো।

স্পন্সরেড আর্টিকেলঃ