আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুকুলের টাকায় যা করাতে চান সেলিম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপি নেতা ও সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিনি প্রশংসা করেছেন। এসময় সেলিম বলেন, আমার খুব প্রিয় মানুষ মুকুল। যার অনুরোধে আজ এই স্কুল করতে আসছি। সেই যদি এই জায়গাটায় একটা ফাগুনের মেলা করে তাহলে আমি তোমাদের (ছাত্রী)  সাথে সারা দিন বসে কথা বলবো। এটা আমি মুকুলের পকেটের টাকায় চাই। দীর্ঘদিন চেয়ারম্যানি করেছে। আমাকে মান উজ্জত দিয়েছে। স্কুলের সভাপতি হয়েছে । অবশ্যই মুকুল সাহেব এখানে করবেন। এখানে পিঠাপালা হবে। বসস্ত উৎসব হবে। আমার বাচ্চারা মনভরে হাসবে। ভালো খাওয়ান আর না খাওয়ান । ভয় নাই মুকুল আবার আসবে যেকোনোদিন দাওয়াত পাব।  আরো পড়ুনঃ ছালিমাটিতে দগ্ধ স্কুল ছাত্রের মৃত্যু

তিনি আরো বলেন, আত্মসমালোচনা না করলে কোনো দিন কোনো উন্নয়ন হয় না। ঐ মান্দার নিয়ম আর এখন নাই। সেদিন আমি গেছিলাম বিএম স্কুলে।  আমি হতভাগ হয়েছি । ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তারা করে ফেলেছে ছাত্রছাত্রীর পেজেন্সি।