আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে জলাবদ্ধতা থাকবেনা: হাছিনা গাজী

নবকুমার: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, মাস্টার প্ল্যান ছাড়া কোনো নগরের উন্নয়ন সম্ভব নয়। দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় তারাব পৌরসভার ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রনয়ন করা হয়েছে। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে পৌর এলাকায় জলাবদ্ধতা থাকবেনা। বুধবার (২৮ অ‌ক্টোবর) দুপু‌রে উপ‌জেলার খাদুন এলাকায় তারা‌ব পৌরসভা কার্যাল‌য়ের অ‌ডি‌টো‌রিয়া‌মে ড্রেনেজ মাস্টার প্ল্যান কন্সালটেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার নির্বাহী প্র‌কৌশলী জেড এম আ‌নোয়ার, স‌চিব তাজুল ইসলাম, কাউন্সিলর আ‌মির হো‌সেন, বিএম আ‌তিকুর রহমান, ‌মোহাম্মদ আ‌নোয়ার হো‌সেন, রা‌সেল সিকদার , হাজী আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ অ‌নে‌কে।

সর্বশেষ সংবাদ