আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্ক ছাড়াই রেস্টুরেন্ট উদ্বোধনে ইকবাল পারভেজ

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল এলাকায় সোমবার ( ১৭ আগস্ট) এমদাদুল হক ভুইয়ার Eat and treat fast food নামক একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ। রেস্টুরেন্ট উদ্বোধনের সময় ইকবাল পারভেজ স্বাস্থ্য বিধি লংঘন করেছেন। তার মুখে মাস্ক পারা ছিলো না। যে এলাকায় তিনি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন সেটা করোনা ভাইরাস প্রবণ এলাকা বলে জানা গেছে। ক্ষমতাসী দলের নেতা হয়েও তার মাস্ক না পরায় হতাশ নারায়ণগঞ্জবাসী। এতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমন রোধে জনসমাগমপূর্ণ স্থান এবং সব ধরনের সামাজিক অনুষ্ঠানে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। জনসাধারণ সচেতনতা বৃদ্ধি ও মাস্কের ব্যবহার বাড়াতে মাঠ পর্যায়ের প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও জোর দেওয়ার নির্দেশনা রয়েছে। সর্বশেষ মন্ত্রীসভার ভার্চুয়াল বৈঠকে এ ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাস্ক পরার বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মাস্ক না পরার অপরাধে জরিমানা করা হচ্ছে। সাধারণ মানুষ তো বটেই আইনজীবীরাও জরিমানা থেকে রেহাই পাচ্ছেন না। সম্প্রতি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির দুই সদস্যকেও জরিমানা করা হয়েছে মাস্ক পরিধান না করার অপরাধে। সর্বশেষ মঙ্গলবারও জেলা আদালত পাড়ায় অভিযান চালিয়ে ১০ জনকে জরিমানা করা হয়েছে। বন্দর উপজেলাও মাস্ক পরার বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করে তুলতে সরকার ও প্রশাসনের এই কড়াকড়ি থাকা সত্ত্বেও সরকার দলীয় এই নেতা স্বাস্থ্যবিধি মানছেন না।

স্পন্সরেড আর্টিকেলঃ