আজ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মালিতে নিহত অফিসার আবুল কালামের পিরোজপুরের বাড়ি চলছে শোকের মাতম

মালিতে নিহত অফিসার

মালিতে নিহত অফিসার আবুল কালামের পিরোজপুরের বাড়ি চলছে শোকের মাতম মালিতে নিহত অফিসার

এস.ডি রিপন মাহমুদ ॥ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত চার বাংলাদেশি সেনা সদস্য মধ্যে ওয়ারেন্ট অফিসার আবুল কালামের বাড়ি পিরোজপুর জেলায়।

তিনি জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের মৃত মো: মকবুল হোসেনের পুত্র। বাড়িতে তার স্ত্রী ও এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এদিকে বুধবার এ খবর জানান পর থেকেই নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত কালামের চাচাতো ভাই মো: সাইফুল্লাহ জানান, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম ১৯৯২ সালের সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীতে যোগদান করে এবং ২০১৭ সালের ২০ মে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করে মালিতে যায়।
এ সময় নিহত কালামের স্বজনরা সরকারের কাছে তার লাশটি দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং তার স্ত্রী, সন্তানসহ পরিবারের দায়িত্ব নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ