সংবাদচর্চা ডেস্কঃ
কোভিড-১৯ এর বৈশ্বিক পরিস্থিতি খুবই ভয়াবহ রুপ ধারন করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর বিস্তার ব্যাপক আকারে ছড়িয়ে পরেছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, প্রতিদিনই হচ্ছে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যার রেকর্ড ভাঙা গড়ার খেলা।
রমজানের শেষ প্রান্তে এসে ঈদ-উল-ফিতর কড়া নাড়ছে সবার দরজায়।লকডাউন, শিল্প প্রতিষ্ঠান বন্ধ ইত্যাদি কারনে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবার গুলো পরেছে অর্থ সংকটে এমন এক মূহুর্তে নারায়ণগঞ্জ আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের বন্ধুরা মিলে ৩৫ টা পরিবারের মধ্যে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ঈদ সামগ্রী পৌছে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পোলাওর চাল,ডাল, তেল,সেমাই,দূধ, চিনি, ডিম,গরম মশলা।
বাংলাদেশে কোভিড-১৯ এর আবির্ভাব এর শুরুতেই নারায়ণগঞ্জ শহরেই আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়তে থাকে লকডাউনের আওতায় চলে আসে পুরো নারায়ণগঞ্জ জেলা কর্মহীন হয়ে পরে বেশিরভাগ শ্রমজীবী মানুষ তখনও মানবতার ডাকে সারা দিয়ে কিছু পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দেয় এবং যখন মৃত্যুর মিছিল শুরু হয়ে গেলো লাশ দাফনে এগিয়ে আসতে ভয় পাচ্ছিলো বিভিন্ন লাশ দাফন কার্যকর কমিটিগুলোর সদস্যরা তখনই আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের বন্ধুরা মিলে তিনটা গোর কমিটিতে পিপিই প্রদান করে সাহস যুগিয়েছিলো গোর কমিটির সদস্যদের। উল্লেখ্য যে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচ শুরু থেকেই কোভিড-১৯ মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
এই জনসেবামূলক কার্যক্রমে সার্বিক সহোযোগিতায় ছিলেন আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচ এর বন্ধু রনি,লুৎফর রহমান সবুজ, মাহমুদুল হাসান ইমন,সালেহীনআরমান,পলাশ,মারুফ বাপ্পি,শাহীন,রাসেল,মাহবুব সবুজ,শাহরিয়ার,রফিক,আল-রাসেল, রাশেদ, সহ ২০০১ ব্যাচ এর সমগ্র বন্ধুমহল এবং এই মহতী কাজের পরিচালনায় ছিলেন, বাংলাদেশবার্তাডটনিউজের সম্পাদক রাকিব আল হাসান, হুমায়ুন শিশির,রাহাত হোসেন ও বাপ্পি।