আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাতুয়াইল-মুন্সিগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১ অভিযান চালিয়ে ঢাকার মাতুয়াইল ও মুন্সিগঞ্জে গজারিয়া হতে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, মোঃ চাঁন বাদশা(২৭) , মোঃ মুরাদ (২৩)। গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-১১ এর সিপিএসসি’র মাদক বিরোধী পৃথক অভিযানে  মাতুয়াইল ও গজারিয়া থানাধীন বালুয়াকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাতুয়াইল-বালুয়াকান্দি এলাকা হতে ৯২৫ পিস ইয়াবা ও ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান,  গ্রেফতারকৃত আসামীরা মুন্সিগঞ্জ  জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি এলাকার স্থায়ী বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।