নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। কিন্তু বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধায় বেশি সময় বিক্ষোভ মিছিল করতে পারে নাই মহানগর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি অ্যাড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু এবং আবু আল ইউসুফ খান টিপু।