আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মশাল মিছিল হবে, লাঠি মিছিল হবে, ঘেরাও হবে-হাফিজুল

মশাল মিছিল

মশাল মিছিল

 

নিজস্ব প্রতিবেদক:
মশাল মিছিল হবে, লাঠি মিছিল হবে, ঘেরাও হবে, অবস্থান কর্মসূচি হবে উল্লেখ করে কড়া হুশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম বলেছেন, হকার ছিল, হকার আছে, হকার থাকবে।
তিনি আরও বলেন, হকারদের আন্দোলন থেমে যায়নি। হকারদের পূনর্বাসন না হওয়া পর্যন্ত, তাদের কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন এখনো শুরু হয় নাই। অনেক দরখাস্ত দেয়া হয়েছে, অনেক স্মারকলিপি দেয়া হয়েছে। দরখাস্ত, স্মারকলিপি দেয়ার সময় আর নাই। এই রোজার মাসে হকারদের পূনর্বাসন ছাড়া যদি অন্যায়ভাবে উচ্ছেদ করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।
হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম সভাপতিত্বে রবিবার (২২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা হকার্স সংগ্রাম পরিষদের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপস্থিত হকারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ভয় পাবার কিছু নাই। আপনারা মাত্র আন্দোলন শুরু করেছেন। আন্দোলনের এখনো অনেক জায়গা বাকি আছে। আমরা মে দিবসের দিন হাজার হাজার শ্রমিক একত্রিত হবো। একত্রিত হয়ে সকল উচ্ছেদের বিরুদ্ধে, গরীব মানুষের উপর অন্যায় আচরনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো। যদি প্রয়োজন হয় মশাল মিছিল হবে, লাঠি মিছিল হবে, ঘেরাও হবে, অবস্থান কর্মসূচি হবে। যখন আপনাদের ডাক পড়বে হাজার হাজার শ্রমিক লাল পতাকা নিয়ে আপনাদের পাশে থাকবে।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা গত শীতে দরখাস্ত দিয়েছি, অনুরোধ করেছি, স্মারকলিপি দিয়েছি, অনেকগুলো বৈঠক করেছি। কিন্তু কোন ফলাফল হয়নি। আপনাদের যে মালামাল গুলো সিটি কর্পোরেশন জব্দ করেছে সে মালগুলোর জন্য মেয়র সহ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তার হাতে পায়ে ধরেছি। কিন্তু তারা সে মালগুলো ফেরত না দিয়ে নিলামে বিক্রি করে দিয়েছে। গরীব মানুষগুলো সুদের টাকায় মালগুলো কিনেছে। কিন্তু গরীব মানুষদের সেই মালগুলো নিলামে বিক্রি করে দিয়েছে মাত্র কয়েকটা টাকায়।
তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কে থাকবেন কে থাকবেন না তা জনগণ বুঝবে। জনগণ তাঁদের ভোটে আপনাদের নির্বাচিত করবে কি করবে না তা জনগণ বুঝবে। যানজট নাকি হকারদের কারনে হয়। কিন্তু নারায়ণগঞ্জে কয়েক দিন যাবত তীব্র যানজট দেখা দিয়েছে। পঞ্চবটি, ঢাকা সিলেট রোডে, চিটাগাং রোডে তো হকার বসেনা। তবে সেখানে কেন যানজট হয়? আমাদের দেশে যারা ক্ষমতায় আছে তাঁরা তাঁদের ক্ষমতার দাপট দেখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাঁদের দায়িত্ব পালন করতে দেয় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে হাফিজুল ইসলাম বলেন, আপনারা ফেসবুকে দেখেছেন কিভাবে একজন সচিবতার ক্ষমতার দাপটে আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে বাঁধা দেয়। যদি বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে ঠিক মতো কাজ করতে দেয়া হয় তাহলে শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশের কোথাও দূর্নীতি হবেনা।
এ সময় উপস্থিত ছিলেন হকার্স নেতা রহিম মুন্সি, গার্মেন্ট শ্রমিক নেতৃবৃন্দসহ কয়েকশ’ হকার।